প্রতিনিধি ১২ জুন ২০২২ , ৬:৩২:৪২ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি:-মেহেন্দিগঞ্জের নদী বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গ্রাম বাহাদুরপুরে এখন সন্ধ্যা নামলেই সবার মাঝে গরু চুরির আতঙ্ক কাজ করে। সংঘবদ্ধ ও সশস্ত্র গরুচোরদের ভয়ে আতঙ্কে রাত কাটে গ্রামবাসীর। গরু চুরি ঠেকাতে গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়নের বাহাদুপুরে সম্প্রতি গরু চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। গেল এক সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে অন্তত১০- ১৫টি গরু চুরির ঘটনা ঘটে।
গত শনিবার রাতে যে কোন সময় স্থানীয় কাশেম সিকদার ও নান্নু হাওলাদারের ৭-৮ টি গরু চুরি হয় । এর মধ্যে চুরি যাওয়া ২টি গরু উদ্ধার করেছে উলানিয়া ইউনিয়নের জনতা । গরুর মালিকদের হাতে উদ্ধার হওয়া ওই গরু হস্তান্তর করা হয়।
এদিকে গরু ২টি যার কাছ থেকে উদ্ধার করা হয় তাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে সে বলেন, চুরির সাথে বাহাদুরপুরের কতিপয় কিছু ব্যক্তি জড়িত। চুরির ঘটনায় অভিযোগের তীর আজাদ ভূইয়া ও তার সঙ্গপাঙ্গদের দিকে।জড়িতদের বিরুদ্ধে কথা বলে স্থানীয় মেম্বার আমির হোসেন জমদ্দার বিপাকে পড়েছেন।
চোরের মার বড় গলা প্রবাদের ন্যায়, স্থানীয় একটি মহল মেম্বারকে বিতর্কিত করার অপচেষ্টাই লিপ্ত রয়েছে। ইউপি মেম্বার আমির হোসেন জমদ্দার বলেন আমি চোর-ডাকাতের বিরুদ্ধে কথা বলায় নানামুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমি এলাকার শান্তি চাই। চোরের হাত থেকে গেরেস্ত বাঁচানোর চেষ্টা করবো।
মেম্বারের ছেলে সোহাগ জমদ্দার বলেন, প্রতিদিন গরু চোর আসে। এজন্য সারা গ্রামের মানুষ আতঙ্কে থাকেন। আমরা সমাজের চোর-ডাকাতের বিরুদ্ধে কথা বলি বলে আমাদের সামাজিক ও মানসিকভাবে হয়রানি করছেন।