প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪৩:০২ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক রিপোর্ট।।মনির খাঁন হচ্ছে বাংলাদেশের অপ্রতিদ্বন্ধি এক কন্ঠ শিল্পী। তাঁর শৈশব কেটেছে গ্রামে। তিনি গ্রামে মাছ ধরেছেন। পুকুরে সাঁতার কেটেছেন। তিনি অঞ্জনা নামক এক মেয়েকে ভালবাসতো তাকে না পেয়ে তিনি অঞ্জনা নাম দিয়ে তাঁর অসংখ্য গানে কন্ঠ দেন।গানগুলি এখনো দর্শকদের হ্নদয় স্পর্শ করে।জানা গেছে অঞ্জনা এখন সৌদি আরব আছেন।
এদিকে গানের জগতে আসার পর এখনো তাঁর অঞ্জনার সাথে দেখা হয়নি মনির খাঁনের। এই বিষয়ে মনির খাঁন বলেন, আগে অনেক ইচ্ছে হতো অঞ্জনার সাথে দেখা করতে কিন্তু এখন আর তেমন হয়না।কারণ এখন এক অঞ্জনার বদলে লাখো দর্শকের ভালবাসা পেয়েছি।
উল্লেখ্য, মনির খাঁনের প্রথম একক অ্যালবাম ‘আমার কোনো দোষ নেই’ বাজারে আসে ১৯৯৫ সালে। সেই অ্যালবামে ‘অঞ্জনা’ শিরোনামে একটি গান করেন তিনি। গানটি বেশ জনপ্রিয় হয়। সেই শুরু থেকে আজ পযর্ন্ত তিনি এই ভালোবাসার মানুষের জন্য একটি হলেও গান গেয়েছেন। মনির খাঁন তার গানের ৪১টি অ্যালবামের মধ্যে ‘অঞ্জনা’ কে নিয়ে গান রেখেছেন।