বিনোদন

বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় বিদ্রুপের শিকার হন অভিনেত্রী-দিয়া মির্জা

  প্রতিনিধি ২ জুলাই ২০২২ , ১০:০৪:৪২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক:-পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ১৪ মে সন্তানের জন্ম হলেও বুধবার বিষয়টি প্রকাশ করেছেন দিয়া।

সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করে টুইটারে দিয়া ও তার স্বামী লিখেছেন, তারা ছেলের নাম রেখেছেন, ‘অভিযান আজাদ’।সন্তানকে গর্ভে ধারণ করা থেকে তাকে জন্ম দেওয়ার এই যাত্রায় যারা দিয়া এবং বৈভবের পাশে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে তারকা দম্পতি।

দিয়া ও তার স্বামী জানিয়েছেন, ‘এই ছোট্ট প্রাণটাকে আমরা অবাক হয়ে দেখছি। অভিভাবক হওয়া এবং এই বিশ্বসংসারের উপর আস্থা রাখার প্রকৃত অর্থ বিনীত হয়ে ওর কাছ থেকেই শিখছি আমরা।’

গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক বৈভব রেখির সঙ্গে বৈদিক মতে বিয়ে সারেন দিয়া। বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় বিদ্রুপের শিকার হন অভিনেত্রী।

আরও খবর

Sponsered content