প্রতিনিধি ৬ আগস্ট ২০২২ , ১১:৫২:৪৭ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক:-বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাহিদার ওপর মুদ্রাস্ফীতির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরেক দফা কমেছে।
ইকোনমিকস টাইমসে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪ দশমিক শূন্য ২ ডলারে নেমে গেছে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুডের দাম ৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ৪৮ ডলারে ঠেকেছে।
এদিকে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে। যা ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর সর্বনিম্ন।