প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ
বরিশাল জেলা প্রতিনিধি।।নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ গেইটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক, ফার্মেসী এবং খাবারের দোকান গুলোতে অভিযান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল এর উপ পরিচালক ও সহকারী পরিচালক বৃন্দ। বিভিন্ন অপরাধে ০২ টি ডায়াগনস্টিককে ২০০০০/- এবং ০২ টি ফার্মেসীকে ৩৫০০০/- সর্ব মোট ৫৫০০০/- টাকা অর্থ দন্ড করা হয়। প্রশিকিউশন প্রদান করি আমি SI&FSI বরিশাল সদর। সহযোগিতায় পুলিশ প্রশাসন বরিশাল।