প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৪:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:-পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম(বিপিএম, পিপিএম) কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।এই নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ), পটুয়াখালীর তদারকিতে বাউফল থানার এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম এবং পটুয়াখালী জেলার কালীশুরী অস্থায়ী পুলিশ ক্যাম্পের ফোর্স এএসআই(সঃ)/৫৮ মোঃ জাহিদুল ইসলাম, কং/৫৯৮ ইমরান হোসেন, কং/২৩৬ শ্রী সুজিত মন্ডল গন বাউফল থানাধীন কালিশুরী এলাকায় চেকপোষ্ট বসিয়ে আজ শনিবার (২৭ আগষ্ট ২০২২) বিকেল সাড়ে পাঁচটায় মোঃ ফয়সাল বেপারী(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে,শাহ জাহান বেপারীর ছেলে ফয়সাল, মাতা-মজিরন বেগম, সাং-মমিনপুর ৮নং ওয়ার্ড, ইউপি-কেশবপুর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে ধৃত করিয়া তার নিকট হতে ০২ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ সংক্রান্তে বাউফল থানার মামলা নং-২২, তারিখ-২৭/০৮/২০২২ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১৯(ক)/৪১ রুজু করা হয়।