প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ৯:১৪:৩৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২৮ আগস্ট রোববার আইরিন বেগম (১৪) নামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ।
নিহত আইরিন গতকাল বিকেলে তার নানা আব্দুল আজিজের বাড়িতে বেড়াতে আসে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যাই। ভোর রাত আনুমানিক সাড়ে ৫ টায় তার নানা-নানি ঘুম থেকে উঠে কিশোরীর লাশ ঘরের টিনের বেড়ার পাইরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ফুলপুর থানার ওসি জানান, সকাল আনুমানিক ৮ টা ২০ মিনিটে সংবাদ পেয়ে সাথে সাথে কিলো অফিসার এসআই শাহাদৎ হোসেন মুন্না, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী সঙ্গীয় মহিলা কং এবং ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৪ বছর বয়সী কিশোরীর লাশ ঘরের টিনের বেড়ার পাইরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কিশোরীর বড়পুটিয়া গ্রামের আহাদুল্লাহর মেয়ে ।লাশ নামাইয়া যথাযথ প্রক্রিয়ায় সুরতহাল প্রস্তুত করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয় নাই। কিশোরীর পিতা ও মাতাকে সংবাদ দেওয়া হইয়াছে।আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে ।