আন্তর্জাতিক

পেট্রোলের দাম রয়েছে ৯৫.১টাকা

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ৩:৫৪:২২ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট:- বর্তমানে মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ১শ ডলারের থাকার পরেও দেশের মানুষের কথা মাথায় রেখে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মেঘালয় এবং মহারাষ্ট্র ছাড়া রাজস্থান, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ সমস্ত রাজ্যে টানা ৯৭তম দিনেও দামে কোনও পরিবর্তন আসেনি। কিন্তু আজকের পেট্রোল, ডিজেলের রেট জানেন কি আপনি? সারা দেশেই কী দামে বিক্রি হচ্ছে দেখে নিন। এবং সেই সাথে নিজের শহরে জ্বালানি তেলের দামও জেনে নিন।

মেঘালয় সরকার পেট্রোল এবং ডিজেলের দাম সামান্য বাড়িয়েছে। সেই কারণে এখন মেঘালয়ের বীরনিহাটে পেট্রোলের দাম রয়েছে ৯৫.১টাকা এবং শিলংয়ে ৯৬.৮৩ টাকা হবে। ডিজেলের দাম বীরনিহাটে প্রতি লিটারে ৮৩.৫টাকা এবং শিলংয়ে ৮৪.৭২ টাকা হবে। সরকার পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১.৫০টাকা করে বাড়িয়েছে।

আরও খবর

Sponsered content