প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১১:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক রিপোর্ট।।পুরুষের কোন জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণীয়, জানালেন নায়িকা ওপার বাংলার টেলিভিশনের অন্যতমজনপ্রিয় নায়িকা দেবাদৃতা। সুন্দরী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।
সম্প্রতি মনেরগোপন কথা ফাঁস করলেন তিনি। জানালেন- কোনও পুরুষের মধ্যে কোন জিনিসটা তাঁর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সারছিলেন দেবাদৃতা। সেখানেই এক অনুরাগী তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। দেবাদৃতা স্পষ্ট জানান, ছেলেদের
‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই আমার মনের ঘণ্টি বেজে ওঠে। এখানেই শেষ নয়, নিজের ক্রাশ কে সে কথাও ফাঁ’স করেছেন তিনি। বলিউডের জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই টেলি নায়িকা।
প্রসঙ্গত, গত মাসেই সামনে এসেছে স্টার জলসায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র প্রমো। লকডাউনের জেরে এই সিরিয়ালের সম্প্রচার কিছুটা পেছাতে পারে।