বিনোদন

পুত্র সন্তানের মা হয়েছেন-জনপ্রিয় চিত্রনায়িকা, পরীমনি

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ১:৩৩:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। কিছুক্ষণ আগেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই সন্তানের জন্ম দেন তিনি।

পরীমনির ঘনিষ্ঠ সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। জানান, মা ও নবাগত সন্তান দুজনই এখন সুস্থ আছেন।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

আরও খবর

Sponsered content