প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ৫:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:-এবার পটুয়াখালীর একটি পুকুরে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। বাঁশ ও কাঠ দিয়ে পদ্মা সেতুর আদলে তৈরি করা এ সেতুটি শহরের সার্কিট হাউজের সামনের পুকুরে তৈরি করা হয়েছে। মূলত পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে পটুয়াখালীর জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য নমুনা স্বরূপ পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।
সেতুটি দেখতে ভিড় করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিশেষ করে রিকশা, ইজিবাইক চালকের ভিড় বেশি। পাশাপাশি ভিড় করছেন স্থানীয়রাও। অনেকেই তুলছেন সেলফি, আবার পুরো সেতুকে ক্যামেরাবন্দী করতেও দেখা গেছে অনেককেই।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) সকালে পুকুরে নির্মিত এ সেতুতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ এ অয়োজনে শোভাযাত্রায় অনেক মানুষের অংশ নেয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।