প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৯:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি।।-মানুষ মানুষের জন্য সন্ধ্যান দিন
মোঃ সজিব মন্ডল, পিতা নওশাদ গ্রাম ছোট ছত্রগাছা ধাপেরহাট, সাদুল্যাপুর গাইবান্ধা বয়স অনুমান ২২ বছর, রাজশাহী নার্সি কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্র, বেশ কিছুদিন থেকে সে মানুষিক রোগে ভুগতে ছিলো মাথায় সমস্যা দেখা দিয়েছে, গত সোমবার দুপুরে নিজ বাড়ী হতে নিখোঁজ হয়েছে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মেলেনাই, হারানোর সময় তার পরনে টিয়া রংগের গেন্জি ও কালো ফুলপ্যান্ট ছিলো,মুখ মন্ডল গোলাকার ফর্সা উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সাদুল্যাপুর থানার জিডি নং- ১৪৭৩ তাং ৩০/৮/২২ ইং
যোগাযোগ
মোঃ আব্দুল মালেক ( সম্পর্কে ভাই)
ফোন নম্বর: ০১৩১৮০৬২৩৭৯
০১৭১৯ ৮২৬৯৬৬ বাবা