প্রতিনিধি ১৬ মে ২০২২ , ১১:৩০:৪৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-নাটোরের লালপুরে ১৫শ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫
১৬ মে, ২০২২ ইং সন্ধা ৬:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর পৌরসভা রেলগেট এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্ব্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, টাপেন্টাডল ট্যাবলেট- ১,৫০০ পিস, মোটরসাইকেল- ০১ টি,মোবাইল- ০১ টি, সীমকার্ড- ০২ টি, নগদ ৪,০০০/- টাকা, ব্যাগ ০১ টি, হেলমেড ০১ টিসহ আসামী ১। মোঃ সাইদুল ইসলাম (৩৭), পিতা- মৃত নবির উদ্দিন, সাং- মাঝদিয়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব- বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে।
এবিষয়ে নাটোর জেলার লালপুর থানায় মামলা রজু করা হয়েছে বলে গনম্যাধম কর্মি কে জানায় র্যাব-৫।