সারাদেশ

দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাছির আহম্মেদ রনি কারাগারে!!!

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ৬:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল:: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের স্থানীয় দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাছির আহম্মেদ রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি নুরুল ইসলাম কাকন সাংবাদিকদের নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার বরকোঠা উইনিয়নের বাসিন্দা মো. আনিচুর রহমানকে সন্ত্রাসী উল্লেখ করে নাছির আহম্মেদ রনি তার ব্যক্তিগত ফেসবুকে আইডিতে পোস্ট করেন। এবং তা পরপর দুইবার শেয়ার করেন।

এতে আনিচুর রহমান নামের ওই ব্যক্তি সম্মান ক্ষুণ্ন এবং অপপ্রচারের অভিযোগ এনে চলতি বছরের ৬ জানুয়ারি বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি নালিশী অভিযোগ করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক গোলাম ফারুক অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরোকে (পিআইপি) নির্দেশ দেন।

আরও খবর

Sponsered content