প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৫:৫৮ প্রিন্ট সংস্করণ
✪হযরত ইবরাহীম ইবনে আদহাম রহ. কে কেউ একজন এসে বললো-
হযরত! গোস্তের দাম অনেক বেড়ে গেছে। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এখন আমরা কী করব?
তিনি বললেন –
নিজেরা আবার সস্তা করে নাও!
লোকটি বলল-কিভাবে সস্তা করব হযরত?
তিনি বললেন – একান্ত প্রয়োজন না হলে ক্রয় করা ছেড়ে দাও। কিছুদিন পর দেখবে নিজে নিজেই সস্তা হয়ে যাবে।
সূত্রঃ আল- বিদায়া ওয়ান্নিহায়াহ।