প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ১:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন গায়িকা মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে মমতাজ অন্যতম। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের আলোচনায় এসেছেন এই বিউটি কুইন।
নতুন খবর হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কণ্ঠশিল্পী হিসেবে হ্যাট্টিক করেছেন মমতাজ বেগম।
এক সাক্ষাৎকারে মমতাজ বলেন,যতদিন বাঁচব এই গান নিয়েই থাকব।মানুষকে ভালো গান উপহার দিয়ে যাব। গানের জন্য এবং গানের মানুষদের জন্য যদি কিছু করার সুযোগ পাই তবে সে সুযোগ কাজে লাগাব।