অর্থনীতি

গাইবান্ধা বোনারপাড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ২:৩২:১৭ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধিঃ-গাইবান্ধা বোনারপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়ার সোনাতলা শাখার অধীনে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়ায় ৭ম এটিএম বুথের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনাল হেড জনাব মোঃ রেজাউল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ তৌহিদ রেজা।

এছাড়াও সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অফিসার জনাব মোঃ শাহ্ রনজু, ইসলামী ব্যাংক বোনারপাড়া এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব মোঃ আহসান কবীর।

উদ্বোধনকালে প্রধান অতিথি জনাব মোঃ রেজাউল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সোনাতলা শাখার অধীনে আজ আমরা ৭ নাম্বার এটিএম বুথ স্থাপন করলাম। আশাকরি এ এলাকার মানুষজন এর সুফল ভোগ করবে।‘

ইসলামী ব্যাংক সোনাতলা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ তৌহিদ রেজা বলেন, ‘ইদের আগে মানুষ যেনো নির্বিগ্নে টাকা তুলতে পারে এজন্য আমরা এটিএম বুথ স্থাপন করলাম।‘

আরও উপস্থিত ছিলেন সাঘাটা চাউল কল সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন প্রধান, রাজনীতিবিদ মোহাম্মদ আলী, বিআরডিবির সভাপতি মঞ্জুর মোরশেদ, ডাঃ এনামুল হক, হাসানুর রহমান সৈকতপ্রমুখ। এসময় স্থানীয় লোকজন বোনারপাড়ায় পুর্নাঙ্গ একটি ইসলামী ব্যাংকের শাখার দাবি জানায়।

আরও খবর

Sponsered content