প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২২ , ৯:০৪:২০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক# বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার(০১৭১২৪০৪৩৭৮) নির্দেশে প্রকাশ্য দিব্যালোকে গতবছরের ৫মে বিকেল পৌনে ৪টায় চরফেনুয়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের পুত্র দিলু হাওলাদারকে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জেল ফেরত আসামী নাসির হাওলাদার বাহিনীর সন্ত্রাসীরা পিঠিয়ে হত্যা করে।
এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা গ্রহন না করায় আদালতে মামলা করা হয়।মেহেন্দিগঞ্জ থানার পুলিশকে মামলা রুজু পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মেহেন্দিগঞ্জ থানার পুলিশ আদালতের নির্দেশ অবজ্ঞা করে রাজনৈতিক হস্তক্ষেপে ধামাচাপা দেয়ায় বাদীর আবেদন পরিপ্রেক্ষিতে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই)র কাছে ন্যস্ত করা হয়।
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীরা সর্বদাই পুলিশের প্রহরায় ঘুরে বেড়িয়ে এলাকায় সন্ত্রাসী ও ত্রাসের রাম-রাজত্ব কায়েম করছে।তাদের ভয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষ জিম্মি হয়ে আতংক ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।সাধারন মানুষ মুখ খোলতে সাহস পায়না।আসামীর ভয়ে বাদী-স্বাক্ষী ও তাদের পরিবার পালিয়ে বেড়ান।
এসকল সন্ত্রাসীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ।বিনাদোষে হামলা-মামলা,জেল-জুলুম,নির্যাতন-নিপীড়ন,চাঁদাবাজি,ভূমিদস্যুতা,চুরি-ডাকাতি,মারামারি প্রভৃতি অপরাধমুলক কর্মকান্ড করে বেড়ায়।পুলিশের সহিত অস্ত্রের মহরায় ক্ষমতার দাপট খাটিয়ে ঘুরে বেড়ানোর ছবিসহ সংবাদ প্রকাশিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছেনা!!!
এব্যাপারে শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা সাংবাদিকদের বলেন,দিলু হত্যা মামলায় আমাকে জড়িয়েছে রুবেল কাজী।তাকে আমি বিনা মামলায় পুলিশ দিয়ে ধরে,তারপর মামলা বাদী একজনকে বানিয়ে জেলে পাঠাইয়াছি।
আমার দ্বিতীয় কোন রাজনীতিবীদ নেই।আমার ৪৫বছরের রাজনীতিতে আমি সকল ক্ষমতাসীন দলের প্রধান হয়ে দল নিয়ন্ত্রন করছি।আমার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছিল।কোন মামলায় পুলিশ ১মিনিটের জন্য ধরে জেলে নিতে পারে নাই।আর কোনদিনও পারবে না।এমন কোন পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্হা নেই,যে আমার একগাচ্ছ চুল ছিঁড়তে পারে!শেখ হাসিনার নির্দেশ স্বত্ত্বেও পুলিশ সুপার স্মারক ৩৬৫ভি(অঃশাঃ)
১,১/১০/২০১৫ মামলার বাদীকেই জেলে পাঠাইছি।হাজারো সাংবাদিকরা আমার বিরুদ্ধে ছবিসহ লিখলেও একগাচ্ছ লোম ছিঁড়তে পারবে না।আমিই একমাত্র নেতা,যার কাছে প্রধানমন্ত্রীও ফোন করে।আই অ্যাম ওয়ানলিম্যান,ওয়ানলি লিডার অব কিং!!
তবে দেলোয়ার হোসেন দিলু হত্যা মামলার বিষয়ে পুলিশের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকদের জানান,কোন অপরাধী ছাড় পাবেনা।দিলু হত্যাকারীদের ধরতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।পুলিশ একজনকে আটক করছে।যদি কোন আইন প্রয়োগকারী সংস্হা বা পুলিশ অপরাধীদের ধরতে গাফলতি করে,তা খতিয়ে দেখা হবে।আসামীর সাথে সখ্যতার অভিযোগের সত্যতা পেলে,বিধি মোতাবেক ব্যবস্হা নেয়া হবে।