সংবাদ বিজ্ঞপ্তি

কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারের ইন্তেকালে যুগান্তর বার্তা ও ডিজিটাল বিডি নিউজ পত্রিকার সম্পাদকের শোক

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ

কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারের ইন্তেকালে যুগান্তর বার্তা ও ফিজিকাল বিডি নিউজ পত্রিকার সম্পাদকের শোক
============================================
কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী গান হলো-‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’ প্রভৃতি।

যুগান্তর বার্তা ও ডিজিটাল বিডি নিউজ সম্পাদক এমএ মাজহারুল ইসলাম মামুন কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ারের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

আরও খবর

Sponsered content