প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৭:২৬:০২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।অর্থের বিনিময়ে নমুনা সংগ্রহ করে করোনার ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় ১১ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করেছেন জে কে জি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ আদালতে ডা. সাবরিনা আপিল করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। পরে আইনজীবী তাপস বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর ডা. সাবরিনার আপিল আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।