প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৪:১৮:০৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর কদমতলীতে অটোরিকশার ধাক্কায় মেহের জাবিন ইসলাম ভুইয়া (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় ফাইজা (৭) নামে আরেক মাদ্রাসাছাত্রী আহত হয়েছে।
জুরাইন কমিশনার রোডে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মেহের জাবিন স্থানীয় জুরাইন আশরাফ মাস্টার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা যুগান্তরকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মেহের জাবিন স্কুলে ও ফাইজা মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় জুরাইন কমিশনার রোডে দুটি অটোরিকশা পাল্লা দিয়ে চলছিল।
জুরাইন আশরাফ মাস্টার প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুজনকে অটোরিকশা ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মেহের জাবিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে