অপরাধ-আইন-আদালত

কখনো ডিবি পুলিশের বড় কর্মকর্তা কখনো দৈনিক পত্রিকার সম্পাদক- বহুরূপী জাহাঙ্গীর আলম পায়েলের!

  প্রতিনিধি ২৯ জুন ২০২২ , ১০:১৭:৫৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধিঃ কখনো ডিবি পুলিশের বড় কর্মকর্তা কখনো দৈনিক পত্রিকার সম্পাদক কখনো কেমিস্ট কখনো ভূমি অফিসের বড় কর্মকর্তা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে সাধারণ মানুষের সর্বস্ত্র লুটে নেওয়া মূল টার্গেট থাকে বহুরূপী জাহাঙ্গীর আলম পায়েলের,অনুসন্ধানে জানা যায় ২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে জাহাঙ্গীর আলম পায়েল এক নারী সহ।

গ্রেপ্তারের সময় তাদের গাড়িতে ছিনতাই কাজে ব্যবহৃত ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাপ খেলনা পিস্তল পুলিশ ক্যাপ ভূয়া ডিবির আইডি কার্ড পাওয়া যায়।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা পুলিশবাদী হয়ে তাদের নামে মামলা দিলে জাহাঙ্গীর আলম পায়েল দীর্ঘদিন জেলে ছিলেন,জেল থেকে বাহির হয়ে জাহাঙ্গীর আলম পায়েল আরো বেপরোয়া হয়ে উঠেন এবং নতুন কৌশল অবলম্বন করেন এবং গত কয়েক মাস থেকে গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় তিনি নিজেকে দৈনিক পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে।

বহুরূপী জাহাঙ্গীর আলম পায়েল গাজীপুর জেলার বিভিন্ন শিল্প কারখানায় গিয়ে নিজেকে কেমিস্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি করে থাকেন আবার কখনো কখনো নিরীহ মানুষদের জমি উদ্ধার করে দিবেন বলে নিজেকে ভূমি মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করে আসছেন।

প্রকৃত পক্ষে জাহাঙ্গীর আলম পায়েল এক জন ছিনতাইকারী প্রতারক চক্রের প্রধান.নারায়ণগঞ্জ জেলা পুলিশের হাত থেকে বাঁচতে বর্তমানে গাজীপুর জেলার গাজীপুর চৌরাস্তায় বিভিন্ন প্রিন্ট মিডিয়া অনলাইন প্রোর্টাল এর সাংবাদিকদের সাথে মিশে পরিচয় গোপন করে আত্মগোপন করে আছেন।

পরবর্তীতে সময়ের অনুসন্ধানী চোখ রাখুন

আরও খবর

Sponsered content