অপরাধ-আইন-আদালত

কক্সবাজারে ধর্ষণের মিথ্যে মামলা করায় বাদীর ৫ বছর সশ্রম কারাদণ্ড

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ৫:০৩:৫১ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারে ধর্ষণের মিথ্যে অভিযোগে মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ আগস্ট) বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ (নারী-৫৪২/১৮) শুনানি শেষে বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার মহেশখালীর শাপলাপুরের দিনেশপুর এলাকার হোছন আলীর মেয়ে। তার মামলার আসামী ছিলেন একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মো. আলী ।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান জানান, রোজিনা আক্তার নামের এক মহিলা মো. আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

তবে, মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি প্রদান করেন বিচারক। সোমবার মো. আলীকে হয়রানি ও মানহানির পাল্টা মামলায় ওই মহিলার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম জানান, ধর্ষণের মতো কোন ঘটনা না ঘটা সত্বেও মিথ্যা মামলা দিয়ে মো. আলীকে হয়রানি করেছেন রোজিনা আক্তার। এই অভিযোগে ২০১০ সালে মামলা করেন মো. আলী। সাজানো কাল্পনিক মামলা দায়ের করে মানহানিসহ ১ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনেন তিনি।

অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতারক নারী রোজিনা আক্তারের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মোহাম্মদ শামীম জানান, মামলার সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

আরও খবর

Sponsered content