জাতীয়

এক মাসের ব্যবধানে দুই ইউএনওকে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করার অপরাধে শাস্তি

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১২:১১:৪০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-কক্সবাজার ও নেত্রকোণার কেন্দুয়ায় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করা দুই ইউএনও’র ঠিকানা আপাতত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

নেত্রকোণার এক সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়ায় গত ২৫ আগস্ট কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে গত ২১ জুলাই ঢাকা পোস্টে প্রকাশিত একটি সংবাদকে ঘিরে কক্সবাজার প্রতিনিধি ফরহাদের সঙ্গে অশোভন আচরণ করেন টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু। এ অপরাধে গত ২৫ জুলাই তাকে ওএসডি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়।

ঠিক এক মাসের ব্যবধানে দুই ইউএনওকে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করার অপরাধে এমন শাস্তি দেওয়া হলো।

আরও খবর

Sponsered content