প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩২:০২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।হানিফ সংকেতের সঞ্চালনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয় হানিফ সংকেতের সঞ্চালনায় বিটিভি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হবে ঝালকাঠিতে।
অতি শিগগিরই দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ঝালকাঠির ৫ নদীর মোহনা, বাংলার সুয়েজ খাল, কবি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী সংলগ্ন ইকোপার্কে অনুষ্ঠিত হবে সুপার ডুপার হিট ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।
৩০ লক্ষ টাকা বাজেটের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য হানিফ সংকেত স্ব-শরীরে ঝালকাঠিতে উপস্থিত থেকে ২৮ আগস্ট জেলা প্রশাসক মহোদয়ের হলরুমে আলোচনা সম্পন্ন করেছেন।