প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১১:০৯:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-এক ব্যক্তি তার স্ত্রীকে বাচ্চাদের সামনে প্রহার করল, এবং হুমকি-ধমকি দিয়ে তাদেরকে ভীত-সন্ত্রস্ত করে ফেলল, স্ত্রীর চেহারায়ও প্রহার করল ৷
ফলে স্ত্রী মনঃক্ষুন্ন হয় কেঁদে কেঁদে বলল, আমি এখনই গিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করব৷স্বামী বলল, তোমাকে কে বলল,যে আমি তোমাকে যেতে দেব?
স্ত্রী বলল, তুমি কি জানালাগুলোও বন্ধ করে দিবে ?
স্বামী আশ্চর্য হয়ে বলল,তাহলে তুমি কি করবে?
স্ত্রী বলল,আমি যোগাযোগ করব৷
স্বামী বলল, এই যে দেখো তোমার সব কটি মোবাইল আমার হাতে, সুতরাং যা চাও কর ৷
তখন স্ত্রী বাথরুমে প্রবেশ করল ৷ স্বামী মনে করল, জানালা দিয়ে বের হয়ে যায় কিনা তাই বেচারা ঘরের বাহিরে যাইয়া দাড়িয়ে রইল৷
কিছুক্ষণ পর যখন দেখল জানালা দিয়ে বের হওয়ার কোন লক্ষন নেই৷ ভিতরে চলে আসল ৷ বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল৷স্ত্রী বাথরুম থেকে বের হল৷ তখন তার হাতে মুখ অজুর পানিতে চমকাচ্ছিল ৷ স্ত্রী বলল আমি এখনোই তাঁর কাছে অভিযোগ করব, যার নামে শপথ করেছি ৷
তোমার দরজা-জানালা বা mobile যা তুমি ছিনিয়ে নিয়ে গেছ আমার কাছ থেকে, কিছুই লাগবে না৷ তার দরজা কখনো বন্ধ হয় না৷ কথা শুনে স্বামী ফিরে গেল, চুপ হয়ে খাটে বসে চিন্তা করতে লাগল৷
এদিকে স্ত্রী নামাজে দাঁড়িয়ে গেল, সেজদা অনেক দীর্ঘ করল,স্বামী এগুলো দেখতে ছিল,স্ত্রী যখন নামাজ শেষ করে দোয়ার জন্য হাত উঠালো ৷
স্বামী এসে স্ত্রীর হাত চেপে ধরে বলল, সেজদার মধ্যে যে বদ দোয়া করেছ,আমার জন্য তা কি যথেষ্ট নয়?
স্ত্রী অভিমানের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল,আমার সঙ্গে যা করেছ তাকি তোমার যথেষ্ট নয়?
স্বামী বলল, আল্লাহর শপথ! আমি তা ইচ্ছা করে করিনি, রাগের মাথায় করেছি৷
স্ত্রী বলল, এজন্যই আমি তোমার জন্য বদদোয়া নয় নেক দোয়া করেছি ৷ বদদোয়া করেছি শয়তানের উপর ৷
আমি কি বেকুব!আমার স্বামী ও প্রিয় সঙ্গীর জন্য বদদোয়া করব!
স্ত্রীর কথা শুনে স্বামীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল , স্ত্রীর হাতে চুমু খেলো আর বলল , আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি , আর কখনো তোমার সঙ্গে খারাপ আচরণ করব না ৷
এটাই হল একজন মুসলিম স্ত্রীর দৃষ্টান্ত৷ যার ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা তাদের জন্য হয়ে যাও ৷