অপরাধ-আইন-আদালত

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় পুনর্বহাল-ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার সংগ্রামের একটি মাইলফলক

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৫:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায় পুনর্বহাল রাখা কেবল বিচারিক রায় নয়,বরং ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার সংগ্রামের একটি মাইলফলক বলে জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা।

রোববার (১৬ মার্চ) রায় পুনর্বহালের পর এক বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থীরা এ কথা জানান।

এ সময় তারা রায় পুনর্বহালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং রায় কার্যকর করার দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন,এ মামলাটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ এটি শুধু একটি বিচারিক রায় নয়,বরং ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার সংগ্রামের একটি মাইলফলক।

এ সময় তারা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির ঘটনায় ‘হতভম্ব’ হয়েছেন বলে উল্লেখ করেন।

তারা বলেন,ফাঁসির আসামিদের নিশ্চিদ্র নিরাপত্তায় রাখার কথা ছিল।সেখান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক ও লজ্জার এবং শহীদ আবরার ফাহাদের সঙ্গে গাদ্দারি।

দ্রুত মুনতাসীর আল জেমিসহ সব পলাতক আসামিকে গ্রেপ্তার এবং পলায়নে সহযোগীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় তারা বুয়েট ক্যাম্পাসে সব প্রকাশ্য ও গোপন রাজনীতির বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেন। তারা বলেন, বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা,অনাচার বা অপকর্মের স্থান নেই।আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি,তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়,সে বিষয়ে আমরা সজাগ থাকব।বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে,গোপনে বা ছত্রছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চাই না।আমরা একটি শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও জ্ঞানচর্চার পরিবেশ চাই।সব ছাত্র সংগঠন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই,যেন তারা ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করে।

প্রসঙ্গত,২০১৯ সালের ৭ অক্টোবর,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর বিচারিক আদালত ছাত্রলীগের ২০ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সম্প্রতি এ মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন।বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares