সারাদেশ

আগৈলঝাড়া দুই সন্তানের জননী বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ১০:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের আগৈলঝাড়ার ৪নং গৈলা মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাঠিড়া নিবাসী, হতদরিদ্র রথি হালদার(দীনবন্ধু) এর স্ত্রী শিপ্রা হালদার (২৭ ) বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন।

এসময় তার মৃত্যুর কথা শুনে ছুটে আসেন ৪নং গৈলা মডেল ইউনিয়নে চেয়ারম্যন মোঃ শফিকুল ইসলাম টিটু তালুকদার। মৃত্যু ব্যক্তির পরিবার এর প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং শিপ্রা হালদার এর ছোট দুটি বাচ্চা (৪ মাস ও ১১ বছর বয়স) তাদের পড়াশোনার সকল দায়িত্ব নেন ও মৃত্যু ব্যাক্তির সৎকারের ব্যবস্থা করেন চেয়ারম্যন।

এসময় স্থানীয় ইউপি সদস্য সুদিন অধিকারী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে আগৈলঝাড়ার থানার ওসির বক্তব্য জানতে চাইলেও মুঠোফোনে পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content