চাকরির খবর

শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৫ , ৪:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তপক্ষ (এনটিআরসিএ)। যেসব প্রার্থী ভাইভা দিতে না পেরে এনটিআরসিএতে আবেদন করেছেন তারা ফের মৌখিক পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। ২৩ মার্চ সকালে ওইসব প্রার্থীর ভাইভা নেয়া হবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ।এ ছাড়াও বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর www.ntrca.gov.bd – এই ওয়েবসাইট এবং টেলিটকের http://ntrca.teletalk.com.bd-এই ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে।যেসব পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি বলে আবেদন করেছেন,তাদের মৌখিক পরীক্ষা আগামী ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে উল্লিখিত কাগজপত্রের মূলকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে তার প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,নম্বরপত্র,জাতীয় পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ডের মূল কপিসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য আবেদনকারী যে সব পরীক্ষার্থী ইতোমধ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares