রাজনীতি

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ২:০১:৪৪ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নুরুল হকের বিরুদ্ধে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,দশমিনা থেকে এ নোটিশ জারি করা হয়।নোটিশে স্বাক্ষর করেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি এবং সিভিল জজ (বরিশাল) সাব্বির মোঃ খালিদ।

নোটিশ সূত্রে জানা যায়,গত ২৭ জানুয়ারি এডভোকেট এনামুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলা হয়,সংসদ সদস্য প্রার্থী মোঃ নুরুল হক তার নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন সম্পর্কে মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছেন।এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫(ক) এবং ১৬(গ)(ছ) বিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার এলাকায় চরবোরহান নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুনের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ অনুযায়ী,ওই ঘটনায় মোঃ নুরুল হকের অনুসারী কর্মী-সমর্থকরা জড়িত ছিলেন এবং এতে একাধিক কর্মী-সমর্থক আহত হন,যা আচরণ বিধিমালা ২০২৫-এর ৬(ক) ধারার পরিপন্থী।

এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না—তা জানাতে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬,মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে দশমিনায় অবস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে,কারণ দর্শানোর নোটিশ দ্রুত জারি করে প্রতিবেদন দাখিলের জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশটির অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়,জেলা প্রশাসক,পুলিশ সুপার,জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি