জাতীয়

ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিক পর্যবেক্ষক কার্ডকে দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে ভুয়া ও নামসর্বস্ব অনলাইন পোর্টালের কথিত সাংবাদিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।তাঁদের মতে,যাচাই-বাছাই ছাড়া এসব ব্যক্তিকে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হলে প্রকৃত সাংবাদিকতা ও নির্বাচন পর্যবেক্ষণের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নৈতিক পেশা—সত্য অনুসন্ধান,জনস্বার্থ রক্ষা এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করাই যার মূল লক্ষ্য।তবে সাম্প্রতিক সময়ে নিবন্ধনহীন ও পেশাদার কাঠামোবিহীন বহু অনলাইন পোর্টাল গড়ে ওঠায় সাংবাদিকতার মর্যাদা প্রশ্নের মুখে পড়েছে।এসব পোর্টালে যুক্ত কিছু তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল,চাঁদাবাজি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে।

বিশেষ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক কার্ড পাওয়ার জন্য এসব কথিত সাংবাদিকদের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে।সংশ্লিষ্টদের মতে,সাংবাদিক পর্যবেক্ষক কার্ড কোনো সাধারণ পরিচয়পত্র নয়; এটি পেশাগত দায়িত্ব ও আস্থার বহিঃপ্রকাশ।যাচাই ছাড়া এই কার্ড প্রদান মানে ভুয়া পরিচয়কে বৈধতা দেওয়া এবং অপসাংবাদিকতাকে উৎসাহিত করা।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,নির্বাচন কমিশন ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে—ভুয়া অনলাইন পোর্টাল ও কথিত সাংবাদিকদের কোনো ধরনের স্বীকৃতি বা পর্যবেক্ষক কার্ড না দিতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যথায় সাংবাদিকতার নামে অপকর্ম বাড়বে এবং পুরো গণমাধ্যম অঙ্গনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে।

আরও খবর

Sponsered content