জাতীয়

নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১২:৪৮:১২ প্রিন্ট সংস্করণ

কানাডীয় কোম্পানিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :কানাডীয় তেল ও গ্যাস কোম্পানি নাইকোর (Niko Resources) বিরুদ্ধে করা দুর্নীতি ও ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত। রায়ে নাইকোকে বাংলাদেশ সরকারকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়,২০০৫ সালে তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে দেশের বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদ নষ্ট হয় এবং পরিবেশ ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়।ওই সময় নাইকো কোম্পানির কার্যক্রম এবং চুক্তির বৈধতা নিয়েও ব্যাপক প্রশ্ন ওঠে।
পরবর্তীতে এসব ঘটনায় দুর্নীতি,অবহেলা ও ক্ষতিপূরণ আদায়ের দাবিতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করে।দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত রায়ে বাংলাদেশের ক্ষতির বিষয়টি স্বীকার করে এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়।

উল্লেখ্য,দেশে এর আগে সংশ্লিষ্ট কিছু মামলায় কয়েকজন অভিযুক্ত ব্যক্তি খালাস পেলেও আন্তর্জাতিক আদালতের রায়ে ক্ষতির দায় নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে,এই রায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও আন্তর্জাতিক আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।

আরও খবর

Sponsered content