সারাদেশ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ৬:৪০:০৩ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করাই এই মূল্য তালিকার মূল উদ্দেশ্য।

তালিকায় উল্লেখিত পরীক্ষা এবং সরকারি মূল্য (টাকায়) হলো—

সাধারণ রক্ত পরীক্ষা

CBC (Complete Blood Count) – ৬০ টাকা

RBS (Random Blood Sugar) – ৬০ টাকা

OGTT (Oral Glucose Tolerance Test) – ২৫০ টাকা

Lipid Profile / Cholesterol – ৬০ টাকা

Blood Urea / Creatinine – ৬০ টাকা

Total Bilirubin – ৬০ টাকা

SGPT / SGOT – ১০০ টাকা

Albumin – ১৫০ টাকা

Electrolyte – ২৫০ টাকা

বিশেষ রক্ত পরীক্ষা

C-RP – ১৫০ টাকা

MP (ICT) – ১৫০ টাকা

VDRL – ৫০ টাকা

T3 / T4 / TSH / FT3 / FT4 – ২০০ টাকা, ৮০ টাকা, ৮০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা

Prothrombin Time – ১০০ টাকা

Troponin I / II – ৫০০ টাকা

TPHA – ২৫০ টাকা

Haemoglobin – ৩০ টাকা

ESR – ৩০ টাকা

Platelet Count – ৫০ টাকা

25-OH Vitamin D – ১০০০ টাকা

Total IGE – ২৫০ টাকা

মূত্র ও মল পরীক্ষা

Urine R/M/E – ২০ টাকা

Stool R/M/E – ১৫০ টাকা

Stool LIT – ৫০ টাকা

অন্যান্য পরীক্ষা

LFT (Liver Function Test) – ২০০ টাকা

Alkaline Phosphatase – ৭০ টাকা

Uric Acid / Calcium – ১০০ টাকা

B-HCG / Pregnancy Test – ২৫০ টাকা / ৮০ টাকা

Widal Test – ৮০ টাকা

Dengue Test – ৫৮ টাকা

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি মূল্য তালিকা অনুযায়ী পরীক্ষা করানো হলে রোগীরা বেসরকারি ল্যাবের তুলনায় উল্লেখযোগ্য সাশ্রয় পাবেন। পাশাপাশি, নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই এবং এ বিষয়ে অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল আশা করছেন, সরকারি মূল্য তালিকাটি দৃশ্যমান স্থানে টানিয়ে এবং নিয়মিত তদারকি নিশ্চিত করলে রোগীর ভোগান্তি আরও কম হবে এবং মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত হবে।

আরও খবর

Sponsered content