সারাদেশ

মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ৯:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ জন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে,সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো জাতীয়করণের সময় জাল রেকর্ডপত্র ব্যবহার করে ভুয়া নিয়োগ দেখানো হয়।এর মাধ্যমে সরকারি কোষাগার থেকে ১ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদকের তৎকালীন সহকারী পরিচালক হাফিজুর রহমান ২০২০ সালের ৯ ডিসেম্বর প্রথমে ১৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা রাজ কুমার সাহা ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত চার্জশিট আমলে নিয়ে অভিযুক্তদের আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত শিক্ষকরা হলেন—পুতুল রানী মন্ডল, কল্যানী দেবনাথ,গোলাপী রানী,সাবনিন জাহান,সুরাইয়া সুলতানা,সুবর্না আক্তার,কাওসার হোসেন,মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ হোজরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার,রহিমা খাতুন,আকতার হোসেন খোকন, নাছরিন,মনির হোসেন,রেহেনা পারভীন,আহসান হাবীব, সামসুন্নাহার,আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content