সারাদেশ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত, ছয়জন গুরুতর

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৫:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধি।।নরসিংদীতে পিকনিক শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।পুলিশ ইতোমধ্যেই দুজনকে আটক করেছে।

আজ সোমবার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার দিকে ফেরার পথে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে দাঁড়ানো হয়।এই সময় স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করলে সাংবাদিকেরা প্রতিবাদ জানায়।পরে বাগ-বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয় এবং সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় মো. শাহেদ,মহসিন,সাখাওয়াত কাউসারসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক জানান,পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেছে। হামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং মাধবদী থানায় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content