অপরাধ-আইন-আদালত

বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তান হত্যাকাণ্ড: ধর্ষণের অভিযোগ, প্যারোলে মুক্তি না পাওয়ায় ক্ষোভ

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৩:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ,হত্যাকাণ্ডের আগে সাদ্দামের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং পরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তাঁদের নয় মাস বয়সী শিশুকেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়,সাদ্দাম প্রায় ১১ মাস ধরে কারাবন্দি অবস্থায় রয়েছেন।পরিবার ও স্থানীয়দের দাবি,তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে।তবে ধর্ষণ ও হত্যার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা (২২)–এর ঝুলন্ত মরদেহ এবং তাঁদের নয় মাস বয়সী ছেলে সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামের পরিবার বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করলেও তা মঞ্জুর করা হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে।ফলে শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে লাশবাহী গাড়িতে করে মরদেহ আনা হলে সেখানেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন সাদ্দাম।

কারাগারে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান,প্রায় পাঁচ মিনিটের জন্য সাদ্দামকে কারাফটকে আনা হয়।এ সময় তাঁর হাতকড়া খোলা হয়নি এবং স্ত্রী ও সন্তানের মরদেহ ছুঁয়ে দেখার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় উপস্থিতদের মধ্যে গভীর বেদনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি নিয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কাছে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।এতে স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও অসন্তোষ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ,রাষ্ট্রের অবহেলা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণেই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আরও খবর

Sponsered content