প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৬:০৬:২২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি।

শনিবার (আজ) রাত আটটার দিকে তিনি শাহবাগ থানায় এ জিডি করেন।বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান বলেন,ওমর বিন হাদি নিজের এবং শরিফ ওসমান হাদির সন্তানের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করেছেন।তবে জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।
শাহবাগ থানা সূত্র জানায়,জিডিতে ওমর বিন হাদি আশঙ্কা প্রকাশ করেন যে,হাদির হত্যাকারী চক্র এখনো গ্রেপ্তার না হওয়ায় যেকোনো সময় ‘অপ্রীতিকর ঘটনা’ ঘটতে পারে। তিনি নিজে ও শহীদ হাদির সন্তানকে হত্যার আশঙ্কার কথাও উল্লেখ করেন।পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণ্ন করার অভিযোগও করা হয়েছে।
উল্লেখ্য,গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
প্রসঙ্গত,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি।তফসিল ঘোষণার পরদিন,১২ ডিসেম্বর রাতে ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়।গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে,সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন।
















