খেলাধুলা

ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৫:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

এই জয়ে এক ম্যাচ বেশি খেলেও আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চার পয়েন্টে।২২ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৫০ পয়েন্ট,আর ২৩ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৬।

আগামীকাল রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল।গুরুত্বপূর্ণ ওই ম্যাচে পয়েন্ট হারালে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেতে পারে মিকেল আর্তেতার দল।

এই ম্যাচ দিয়েই ২০২৬ সালে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।এর আগে চলতি বছরে লিগে চার ম্যাচে ৩টি ড্র ও ১টি হার দেখেছিল গার্দিওলার দল।

নিজেদের মাঠে শুরু থেকেই দাপট দেখায় সিটি।ম্যাচজুড়ে বল দখল,আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৬৬ শতাংশ বল দখলে রেখে সিটি নেয় ১১টি শট,যার ৪টি ছিল লক্ষ্যে।বিপরীতে ৩৬ শতাংশ বল দখল রাখা উলভস ৮টি শট নিলেও মাত্র একটিই লক্ষ্যে রাখতে পেরেছে।

ম্যাচের ৬ মিনিটেই সিটিকে এগিয়ে দেন ওমর মারমুশ।সিটির জার্সিতে এটি ছিল মিসরীয় ফরোয়ার্ডের অষ্টম গোল,যার সবগুলোই এসেছে ইতিহাদ স্টেডিয়ামে।

প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে সিটি।প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে তারা। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন জানুয়ারির দলবদলে যোগ দেওয়া অ্যান্টনি সেমেনিও।

সিটির হয়ে এটি সেমেনিওর চতুর্থ ম্যাচে তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই দুই গোলেই মূলত জয়ের ভিত গড়ে দেয় ম্যানচেস্টার সিটি।দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আরও খবর

Sponsered content