প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৮:৪৩:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (আজ) নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় বলা হয়, যেসব ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাঁরা ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে নির্ধারিত হলুদ খাম জমা দেবেন।
ইসির বার্তায় আরও জানানো হয়, ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
এদিকে, প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, পোস্টাল ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন সময়মতো ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পোস্টাল ভোটারদের প্রতি এই বিশেষ অনুরোধ জানিয়েছে।

















