জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে লড়ছেন ১ হাজার ৯৮১ প্রার্থী

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৮:১২:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন ২৪৯ জন।

কোন দলের কত প্রার্থী

নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলভিত্তিক প্রার্থীর সংখ্যা নিম্নরূপ—

বিএনপি: ২৮৮ জন

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২৫৩ জন

জামায়াতে ইসলামী: ২২৪ জন

জাতীয় পার্টি: ১৯২ জন

গণঅধিকার পরিষদ: ৯০ জন

সিপিবি: ৬৫ জন

এনসিপি: ৩২ জন

নারী প্রার্থী: কোন দলের কত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। নারী প্রার্থীর দলভিত্তিক সংখ্যা—

বিএনপি: ১০ জন

বাসদ (মার্ক্সবাদী): ১০ জন

জাতীয় পার্টি: ৬ জন

বাসদ: ৫ জন

গণসংহতি আন্দোলন: ৮ জন

এনসিপি: ২ জন

সিপিবি: ১ জন

সংখ্যালঘু প্রার্থী: কোন দলের কত

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাও বিভিন্ন দলের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলভিত্তিক তালিকা—

সিপিবি: ১৭ জন

বাসদ: ৭ জন

মাইনরিটি জনতা পার্টি: ৭ জন

বিএনপি: ৬ জন

বাসদ (মার্ক্সবাদী): ৬ জন

জাতীয় পার্টি: ৮ জন

জামায়াতে ইসলামী: ১ জন

এনসিপি: ১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content