প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় নতুন সংশোধনী কার্যকর করেছে।নতুন নিয়ম অনুযায়ী,দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে আর সব রাজনৈতিক দলের প্রতীক থাকবে না; শুধুমাত্র সংশ্লিষ্ট সংসদীয় আসনের চূড়ান্ত প্রতীক প্রদর্শিত হবে।

কমিশন জানায়,এ পরিবর্তনের ফলে ভোটগ্রহণ ও গণনার কাজ আরও সহজ,দ্রুত ও কার্যকর হবে।পূর্বের ব্যবস্থায় অতিরিক্ত প্রতীক থাকায় বিভ্রান্তি সৃষ্টি হতো এবং ব্যালট ব্যবস্থায় জটিলতা দেখা দিত। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত নির্বাচনি প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে সহায়ক হতে পারে,যদিও তা নিয়ে রাজনৈতিক আলোচনাও শুরু হয়েছে।

















