রাজনীতি

দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ১৭ মাস পর গণমাধ্যমের মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৯:১৫:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দীর্ঘ ১৭ মাস পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব-এর ভেন্যুতে দেশি-বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিল্লি প্রেস ক্লাবের আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে,যা রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তিনি সশরীরে উপস্থিত থাকবেন না।তবে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি এক্সক্লুসিভ মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

আরও খবর

Sponsered content