স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

কোন বয়সে নারীদের যৌন আগ্রহ তুলনামূলকভাবে বেশি থাকে: গবেষণায় যা জানা যায়

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:৩৩:৩৮ প্রিন্ট সংস্করণ

কোন বয়সে নারীদের যৌন আগ্রহ তুলনামূলকভাবে বেশি থাকে: গবেষণায় যা জানা যায়

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মানুষের যৌন আগ্রহ বয়স,শারীরিক অবস্থা,মানসিক স্বাস্থ্য,সম্পর্কের গুণগত মান ও সামাজিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে।একাধিক চিকিৎসাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে,নারীদের যৌন আগ্রহ জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে।

কিছু আন্তর্জাতিক গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় যে,অনেক নারীর ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে আত্মবিশ্বাস, শারীরিক স্বাচ্ছন্দ্য ও মানসিক স্থিতিশীলতা বাড়ার কারণে যৌন আগ্রহ তুলনামূলকভাবে স্পষ্ট হতে পারে।তবে এটি সব নারীর জন্য একরকম নয়—ব্যক্তিভেদে এ বিষয়টি ভিন্ন হয়।

বিশেষজ্ঞরা বলছেন,পুরুষ ও নারীর যৌন জীবনের সময়রেখা এক নয়।সামাজিক পরিবেশ,বৈবাহিক সম্পর্কের মান,পারস্পরিক যোগাযোগ ও পারস্পরিক সম্মান যৌন জীবনের সন্তুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকরা আরও জানান,যৌন চাহিদা বা আগ্রহকে কোনো নির্দিষ্ট বয়সের সঙ্গে বেঁধে ফেলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। সুস্থ দাম্পত্য জীবনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো—খোলামেলা যোগাযোগ,পারস্পরিক সম্মান এবং শারীরিক-মানসিক সুস্থতা।

আরও খবর

Sponsered content