রাজনীতি

মন্ত্রিত্বের প্রস্তাবেও নির্বাচন ছাড়ব না: রুমিন ফারহানা

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৩:৪২:৪৯ প্রিন্ট সংস্করণ

মন্ত্রিত্বের প্রস্তাবেও নির্বাচন ছাড়ব না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,দল থেকে তাঁকে বারবার ফোন করে মন্ত্রিত্বসহ নানা প্রস্তাব দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে।তবে তিনি স্পষ্ট করে জানান,জীবিত থাকতে কোনো বিনিময়ের বিনিময়ে তিনি তাঁর এলাকার মানুষকে ছেড়ে যাবেন না।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই তাঁকে রাজনীতিতে এনেছেন।খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর তাঁর মনোনয়ন কেন দেওয়া হয়নি—সে প্রশ্নও তুলেছিলেন।পরে খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় বলে তিনি অভিযোগ করেন।

মতবিনিময় সভায় স্থানীয়দের পক্ষ থেকে তাঁকে একটি হাঁস উপহার দেওয়া হয়।এ সময় তিনি ভোটের প্রতীক হিসেবে ‘হাঁস’ চাইবেন বলে ঘোষণা দেন।দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় বিএনপি তাঁকে বহিষ্কার করেছে।

আরও খবর

Sponsered content