রাজনীতি

জামায়াত ও বিএনপির ক্ষমতা-পন্থা: ধর্ম ও আইন নিয়ে প্রতিশ্রুতি

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ৪:০২:৩৯ প্রিন্ট সংস্করণ

জামায়াত ও বিএনপির ক্ষমতা-পন্থা: ধর্ম ও আইন নিয়ে প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় রাজনীতিতে ধর্ম ও আইনকে কেন্দ্র করে দলগুলোর অবস্থান নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি সামনে এসেছে।সম্প্রতি রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন, ক্ষমতায় গেলে জামায়াত সরাসরি “ইসলামী রাষ্ট্র” ঘোষণা করবে না।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে,তারা রাষ্ট্র পরিচালনায় বাস্তববাদীভাবে কাজ করবে এবং শরীয়াহ আইন প্রয়োগকে বাষ্পায়িত করবে না।

অন্যদিকে,বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে,ক্ষমতায় আসলে কোনো কোরআন ও সুন্নাহ বিরোধী আইন পাশ করা হবে না। দলের নেতারা নিশ্চিত করেছেন,ধর্মভিত্তিক নীতিমালা মান্য করা হবে,তবে নির্বাচনী বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে উভয় দল।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,এটি মূলত নির্বাচনী কৌশল হিসেবে প্রভাবিত হবে।

রাজনীতিবিদ ও শিক্ষাব্যবস্থার সংশ্লিষ্টরা বলছেন,এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে ধর্ম ও শিক্ষাব্যবস্থা উভয়ের ওপর প্রভাব পড়বে,যা দেশের ভবিষ্যতের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content