সারাদেশ

মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১:৪৫:৫৮ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধুলিয়া মধ্যেচর গ্রামের হানিফ রাঢ়ীর ছেলে শাকিল হোসেন (২৩) এবং সিন্নিরচর গ্রামের ইউসুফ মাল-এর ছেলে শামিম মাল (২৪)।এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়,বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর ইটভাটার পাশ থেকে তাদের আটক করা হয়।অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই মনিবুর রহমান সুজন।এ সময় এএসআই স্বপন, গোলাম কিবরিয়া,ইলিয়াসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আটককৃতদের মধ্যে শাকিল হোসেন পেশায় ড্রেজারের শ্রমিক এবং শামিম মাল একজন মুদি মালামালের ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার জানান,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content