প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৫:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।দেশের আসন্ন নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রাথমিক আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। বিভিন্ন দল কী পরিমাণ আসন পেয়েছে তার তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ১৭৯ আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ২০ আসন
খেলাফত মজলিস: ১০ আসন
নেজামে ইসলাম পার্টি: ২ আসন
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি): ২ আসন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩০ আসন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): ৭ আসন
এবি পার্টি: ৩ আসন
জোটের খেলাফত আন্দোলন এবং জাগপার দলের আসন এখনও নির্ধারিত হয়নি। ইসলামি আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলমান রয়েছে।















