প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ২:২৪:১৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বিচার বিভাগের ওপর জনসাধারণের আস্থা দ্রুত হ্রাস পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন,“ইউনূসের আমলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা হাসিনার আমলের তুলনায় আরও দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে।”

তিনি উল্লেখ করেন,এই আস্থাহীনতা শুধু বিচার বিভাগের কর্তৃত্বকেই দুর্বল করছে না,বরং আইনের ন্যায্য প্রয়োগ এবং নাগরিকের মৌলিক অধিকার রক্ষার সক্ষমতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।এর ফলে সমাজে ব্যাপক হতাশা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন,বিচার বিভাগের ওপর আস্থা পুনরুদ্ধার করা এখন সময়ের অপরিহার্য দাবি।এজন্য বিচারিক কার্যক্রমে অধিক স্বচ্ছতা,জবাবদিহিতা এবং ভয় ও পক্ষপাতমুক্তভাবে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জরুরি।
তিনি আরও বলেন,জনগণের সঙ্গে বিচার বিভাগের সম্পৃক্ততা বৃদ্ধি,উন্মুক্ত সংলাপের সুযোগ সৃষ্টি এবং রাজনৈতিক বিবেচনার পরিবর্তে কেবল আইনি যোগ্যতার ভিত্তিতে বিচারিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা গেলে এই আস্থার সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
তার মতে,একটি নিরপেক্ষ ও ন্যায়বিচারপ্রতিশ্রুত বিচার বিভাগই পারে জনগণের আস্থা পুনর্নির্মাণ করতে এবং একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে।
অ্যাডভোকেট মহসিন রশীদের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ও ভাইরাল হয়েছে।


















