প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৪:৩৬:৩২ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি।।ভোলার রসুলপুর ইউনিয়নে এক নারী স্বামীর জমানো প্রায় ৩১ লাখ টাকা হাতিয়ে নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন।ঘটনার মূল অভিযুক্তরা হলেন রসুলপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের আঃ জলিল পন্ডিতের মেয়ে খাদিজা আক্তার স্মৃতি এবং রসুলপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের আল আমিন মুন্সী।

প্রতিবেদক সূত্রে জানা যায়,খাদিজা আক্তার স্মৃতি ৮ মাসের অসুস্থ শিশুকে বাসায় রেখে স্বামীর চিকিৎসার জন্য জমানো অর্থসহ স্বামীর প্রায় ৩১ লাখ টাকা নিয়ে আল আমিন মুন্সীর সঙ্গে পালিয়েছিলেন।গত ২ জানুয়ারি গভীর রাতে ভোলা হাবিব হোটেল থেকে পুলিশ তাদের আটক করে।
জানা যায়,আল আমিন মুন্সী প্রথমে বিবাহের আশ্বাস দিয়ে একাধিকবার বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করেছিলেন।পরে তিনি বিবাহের জন্য রাজি না হওয়ায় স্মৃতি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।বর্তমানে আল আমিন মুন্সী জেল হাজতে রয়েছেন।গ্রেফতার হওয়ার পর তাকে অপহরণ ও ধর্ষণ মামলায় আদালতে চালান দেওয়া হয়েছে।
অপরদিকে,প্রেমিককে হারানোর পর খাদিজা আক্তার স্মৃতি পুনরায় স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছেন।তবে স্বামী খোকন অভিযোগ করেছেন,স্মৃতি তাকে মানতে না দেওয়ার জন্য মামলার হুমকি দিয়ে আসছেন।
পুলিশ বলেছে,উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
















