অর্থনীতি

ভারত থেকে আমদানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি,বয়কট আহ্বানের প্রভাব নেই

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১:৪৫:১০ প্রিন্ট সংস্করণ

ভারত থেকে আমদানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি,বয়কট আহ্বানের প্রভাব নেই

নিজস্ব প্রতিবেদক।।বিভিন্ন সময়ে সরকারসংশ্লিষ্ট মহল থেকে ভারতনির্ভরতা কমানোর কথা বলা হলেও সদ্যসমাপ্ত অর্থবছরে ভারত থেকে আমদানিতে তার কোনো প্রভাব পড়েনি।বরং ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের পণ্য আমদানির প্রধান উৎসগুলোর মধ্যে ভারত থেকেই আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী,২০২৪–২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৯৬৯ দশমিক ৩ কোটি টাকা,যা আগের অর্থবছরের ৮৯৮ দশমিক ৯ কোটি টাকার তুলনায় ৭ দশমিক ৮৩ শতাংশ বেশি।এই প্রবৃদ্ধি অন্যান্য প্রধান আমদানিকারক দেশের তুলনায় সর্বোচ্চ।

সমীক্ষার তথ্য অনুযায়ী,একই সময়ে চীন থেকে আমদানি ব্যয় ৭ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ৫২ দশমিক ২ কোটি টাকায় দাঁড়িয়েছে।সিঙ্গাপুর থেকে আমদানি বেড়েছে ৬ দশমিক ৫৩ শতাংশ,দক্ষিণ কোরিয়া থেকে ৪ দশমিক ১৬ শতাংশ এবং জাপান থেকে আমদানি বেড়েছে শূন্য দশমিক ৮২ শতাংশ।

অন্যদিকে কয়েকটি দেশ থেকে আমদানি ব্যয় কমেছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি ১৩ দশমিক ৭ শতাংশ কমে ২৫০ দশমিক ৬ কোটি টাকায় নেমে এসেছে।মালয়েশিয়া থেকে আমদানি কমেছে ১৪ দশমিক ১৯ শতাংশ।তাইওয়ান থেকেও আমদানি ৮ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।

অর্থনীতিবিদদের মতে,ভৌগোলিক নিকটতা,তুলনামূলক কম পরিবহন ব্যয় এবং খাদ্যশস্য ও শিল্পের কাঁচামালে ভারতের প্রতিযোগিতামূলক মূল্য বাংলাদেশের আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান থাকলেও তা রাষ্ট্রীয় আমদানি পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী,সামগ্রিকভাবে ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের আমদানির প্রধান উৎসগুলোর মধ্যে ভারত,চীন ও অন্যান্য দেশ থেকেই আমদানির প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫, বণিক বার্তা

আরও খবর

Sponsered content